হাজারো যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাট ছাড়লো ৩ ফেরি
করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখী হাজারো মানুষ।
সোমবার সকাল ৯টায় পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট থেকে তিনটি অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী অ্যাম্বুলেন্সসহ হাজারো যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে সাড়ে ৯টায় ছেড়ে যায় দুইটি ফেরি। এরপর ১১টায় ছাড়ে আরেকটি ছোট ফেরি।
তবে ফেরিতে গাদাগাদি করে নৌপথ পারাপারের সময় যাত্রীদের অনেকের মুখে মাস্ক থাকলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানা হচ্ছে না সামজিক দূরত্ব।
এ ছাড়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যদের দেখা গেছে। মানিকগঞ্জে তিনটি পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়াগামী যাত্রী চঞ্চল হোসেন বলেন, এই ঘাটে প্রতিবছরই ভোগান্তিতে পড়তে হয়। তবে এবার ভোগান্তিটা অসহনীয়। গাবতলী থেকে পাটুরিয়া আসতে খরচ হয়েছে ৬০০ টাকা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুয়ায়ী পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। তবে জরুরি সেবায় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি পারপার করার সময় যাত্রীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে উঠে পড়ছেন ফেরিতে ।
মুনিয়া