আর্কাইভ থেকে জাতীয়

করোনা সংকটেও থেমে নেই প্রবাসী আয়

করোনাভাইরাসের মাঝেও থেমে নেই প্রবাসী বাংলাদেশিরা। অব্যাহত রেখেছেন রেমিট্যান্স পাঠানো। ঈদুল ফিতরের আগে চলতি মে মাসের ৯১ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন তারা। তাও আবার প্রথম ৯ দিনে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংকের এ রিজার্ভ দিয়ে আগামী ১২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৪৪ দশমিক শূন্য ২ বিলিয়ন বা চার হাজার ৪০২ কোটি ডলার।

এদিকে গত এপ্রিল মাসে ২০৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ২০২০ সালের এপ্রিল মাসের চেয়ে ৮৯ দশমিক ১১ শতাংশ বেশি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন