আর্কাইভ থেকে ফুটবল

লেভান্তের মাঠে বার্সেলোনার হোঁচট

লা লিগা শিরোপা লড়াইয়ে অনেকখানি পিছিয়ে পড়ল বার্সেলোনা। লেভান্তের মাঠে তাদেরই বিপক্ষে দুইবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ ড্র করে মাঠ ছড়তে হয়েছে কাতালান ক্লাবটির।

মঙ্গলবারের ম্যাচে মূল্যবান দুটি পয়েন্ট হারালেও আপাতত লিগ টেবিলে দুইয়ে ফিরেছে বার্সেলোনা। ৩৬ ম্যাচে মেসিদের পয়েন্ট এখন ৭৬।

লিগে বার্সা আর রিয়াল মাদ্রিদের কাছে ২২ বার হেরেছে লেভান্তে। তাই এমন একটা দলের বিপক্ষে জিততে না পারাটা লিওনেল মেসি-আঁতোয়ান গ্রিজমানদের জন্য বড় ব্যর্থতা।

যদিও প্রথমার্ধে লেভান্তের রক্ষনভাগকে ভালোই ব্যস্ত রেখেছেন মেসি-পেদ্রি-দেম্বেলেরা। যার কারণে বল পায়ে পেতে ঘাম ছুটে গেছে লেভান্তের। কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বার্সেলোনা। অবশেষে ৩-৩ ড্র করে মাঠ ছড়তে হয় তাদের। 

এদিকে শিরোপা লড়াইয়ের অন্য দুই দল আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল। দল দুটি একটি করে ম্যাচ কম খেলেছে।  ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। 

আর ৭৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিনেদিন জিদানের দল রিয়াল। আগামীকাল রাতে গ্রানাদার বিপক্ষে খেলেবে দলটি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন