আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে কৃষক আন্দোলনে ড্রোন-জল কামান-৫০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন

বিতর্কিত সংশোধিত কৃষি আইন বাতিলের দাবিতে ভারতজুড়ে জাতীয় ও রাজ্য মহাসড়কে নতুন করে অবরোধে নেমেছে কৃষকরা। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ অবরোধ চলবে বিকেল ৩টা পর্যন্ত। তবে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজধানী দিল্লিতে চাক্কা জ্যাম করা হবে না বলে জানায় কৃষক নেতারা।

ভারতের গণমাধ্যম জানায়, অবরোধের আওতায় থাকছে না অ্যাম্বুলেন্স ও স্কুল বাসের মতো জরুরি ও প্রয়োজনীয় পরিষেবাগুলো। কৃষকদের কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দিল্লি পুলিশ। কর্মসূচিকে ঘিরে ৫০ হাজার পুলিশ মোতায়েনের পাশাপাশি মাঠে নামানো হয়েছে আধা-সামরিক বাহিনী। রাস্তায় রাখা হয়েছে জলকামানও। এ অবস্থায় টানটান উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মধ্যে।

প্রজাতন্ত্র দিবসে দিল্লির সহিংসতার পুনরাবৃত্তি রুখতে সতর্ক রয়েছে কৃষকরা। কৃষক নেতাদের পাশাপাশি কর্মসূচি ঘিরে মোতায়েন রয়েছে দিল্লি পুলিশ। বিশ্বের নজরে আসা কর্মসূচিতে কোন রকমের সহিংসতা না ছড়াতে সব ধরনের চেষ্টা করছে সরকার। আইন-শৃঙ্খলা রক্ষায় দিল্লিতে বন্ধ করা হয়েছে ১২টি মেট্রো স্টেশন। সতর্ক দৃষ্টি রয়েছে লালকেল্লাতেও।

দিল্লি পুলিশের প্রায় ৫০ হাজার কর্মীর পাশাপাশি থাকছে আধা-সামরিক বাহিনীও। দিল্লি-হরিয়ানা সীমানা তথা দিল্লি-এনসিআর এলাকায় পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে গাজিপুর সীমানায় কাঁটাতারের বেড়া, কংক্রিটের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

গাড়ির চাকা চলবে না এমন কর্মসূচি শান্তিপূর্ণ করাই আন্দোলনকারীদের লক্ষ্য জানিয়ে বিবৃতি দিয়েছে কিসান মোর্চা। আন্দোলনকারীরা জানিয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকাগুলোতে নতুন কর্মসূচির বাইরে থাকবে। দিল্লিমুখী যেসব রাস্তায় মাস দুয়েক ধরে অবরোধ চলছে সেগুলো ছাড়া বাকি রাস্তা খোলা থাকবে।

নতুন এই কর্মসূচিতে ষড়যন্ত্রের আভাস পাচ্ছে সরকার। পর্যবেক্ষণ করা হচ্ছে আন্দোলনের নেতাদের গতিবিধি।

আরও পড়ুনঃ কাশ্মিরকে স্বাধীনতা দিতে প্রস্তুত পাকিস্তান : ইমরান খান

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন