আর্কাইভ থেকে এশিয়া

পাকিস্তানের মাটিতে মার্কিন ঘাঁটি তৈরি হবে না

পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি তৈরি হবে না বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। বুধবার রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পাকিস্তানি গণমাধ্যম জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, এই দেশের মাটিতে কোনো মার্কিন সেনার বুট পরবে না। পাকিস্তানে তাদের কোনো ঘাঁটি বানানোরও সুযোগ নেই। আফগানিস্তান থেকে চলে যাচ্ছে তারা। এতে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা বাড়বে বলে আশা করা যাচ্ছে। সবসময় বিষয়গুলোকে সমর্থন করে পাকিস্তান।

এ সময় আফগানিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আফগান সরকার এবং জনগণ যে পাকিস্তান একটি শক্তিশালী ও স্থিতিশীল আফগানিস্তান চেয়েছিল তার বাস্তবায়ন হবে। দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বাহ্যিক শক্তি হস্তক্ষেপ করবে না বলে আশা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন