আর্কাইভ থেকে করোনা ভাইরাস

‘ভারত থেকে আসা ২ জন করোনা আক্রান্ত; ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা নিশ্চিত’

ভারত থেকে আসা দুইজনেই করোনা আক্রান্ত হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা এখনো নিশ্চিত নয়। তাদের শারিরিক অবস্থা সাভাবিক রয়েছে। তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন বলে জানিয়েছেন ডিএনসিসি হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।

আজ রোববার (১৬ মে) ডিএনসিসি হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

ডিএনসিসি হাসপাতাল পরিচালক বলেন, দুজনকেই আলাদা রাখা হয়েছে। তাদের এখনো অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে, শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে। 

তিনি আরও বলেন,  এক হাজার শয্যা ও প্যাথলজী প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে যার মধ্যে ৪০ জন আছে আইসিইউতে। অসচেতন ভাবে ঈদ যাত্রার পরে রোগীর সংখ্যা বাড়তে পারে শংকা করছেন হাসপাতাল পরিচালক।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন