আর্কাইভ থেকে জাতীয়

আটকের চার ঘন্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশি আব্দুল মালেক মোল্লা (৬৫) নামে কৃষককে আটকের চার ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

রোববার সকাল ১০ টায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কৃষককে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

বিজিবি সূত্র থেকে জানা গেছে, সকাল ৬ টার দিকে কৃষক আব্দুল মালেক মোল্লা ছলিমেরচর সীমান্তে নিজ ক্ষেতে কাজে গেলে বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়।

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠায় বিজিবি। চিঠি পেয়ে সকাল ১০টায়  নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি অমিত কুমার সাহা এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী ক্যাম্পের অধিনায়ক সুবেদার বিদ্যুৎ কুমার।

পতাকা বৈঠক শেষে সকাল ১০টা ২০ মিনিটে আব্দুল মালেক মোল্লাকে ফেরত দেয় বিএসএফ।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন