আর্কাইভ থেকে জাতীয়

চলমান বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ বিধিনিষেধ আগামী এক সপ্তাহ ( ২৩ মে) পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ রোববার (১৬ মে) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।

আর বলা হয়, আগের বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন শর্তসহ বিধিনিষেধ বাড়ানো হলো।

এসময়ের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর, জরুরি পরিসেবা আওতাভূক্ত থাকবে।

এতে আরও বলা হয়, খাবার হোটেল, ও হোটেল রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।

এ সম্পর্কিত আরও পড়ুন