আর্কাইভ থেকে জাতীয়

২৩ মে পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে ৪ ঘণ্টা

আগামী ২৩ মে পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে।

আজ রোববার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, প্রতিদিন ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

এতে আরও বলা হয়, গত ১৩ এপ্রিল ২০২১ তারিখে জারি করা অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন