আর্কাইভ থেকে ফুটবল

ফ্রেঞ্চ লিগে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো পিএসজি

লা লিগার মতো শেষ দিকে এসে জমে উঠেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা লড়াই। রেইমসকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে প্যারিস সেন্ট জার্মেইন।

শক্তি-সামর্থ্যে বেশ খানিকটা পিছিয়ে থাকা স্টাডে রেইমসের বিপক্ষে সহজ জয় পেলো পিএসজি। অন্যদিকে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিল হোঁচট খাওয়ায় লিগ ওয়ানের শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ৪-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। দুই অর্ধে দুটি করে গোল করে পিএসজি। নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর কিলিয়ান এমবাপে ব্যবধান দ্বিগুণ করেন। পরের দুটি গোল করেন মার্কিনিয়োস ও মোইজে কিন। পুরো ম্যাচে মোট ২৮টি শট নেয় পিএসজির ১০টি ছিল লক্ষ্যে।

একই সময়ে শুরু হওয়া ম্যাচে সেন্ট এতিয়েনের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে লিল। এতে করে ৩৭ রাউন্ড শেষে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে পিএসজি। রেনের বিপক্ষে ২-১ গোলে জিতে ৭৭ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে মোনাকো।

শেষ রাউন্ডে আগামী রোববার লিগ টেবিলের নিচের দিকের দল ব্রেস্তের মাঠে খেলবে পিএসজি। আর স্বাগতিক অঁজির মুখোমুখি হবে লিল।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন