আর্কাইভ থেকে বাংলাদেশ

ইতিহাস আর কেউ মুছতে পারবে না: শেখ হাসিনা

জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাস যারা মুছে ফেলতে চেয়েছিল, তেমন কাজ এ দেশে আর কেউ করতে পারবে না। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়ালি বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি। দেশের ভেতরে না, বাইরেও, অনেক ঝড় ঝাপ্টা পেড়িয়েই আজকে এই অবস্থানে আমরা আসতে পেরেছি। এটাই সব চেয়ে বড় কথা।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশ যে উল্টো পথে যাত্রা শুরু করেছিল, ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে, বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনো দিন বিকৃত করতে পারবে না। কেউ মুছতে পারবে না।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন