আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় মারা গেলেন জি ২৪ ঘণ্টার এডিটর

করোনায় মারা গেলেন পশ্চিমবাংলার জি ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৫৬।

রোববার রাত ৯টা ২৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। এরপর করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন তিনি। কিন্তু বাসায় আসার পর ফের জ্বর আসে তার। জ্বর না কমায় আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়।

টুইটে তিনি লিখেছিলেন, অবশেষে আমিও করোনা আক্রান্ত হলাম। হাসপাতালে ভর্তি হয়েছি, সময় খুব খারাপ যাচ্ছে।

টুইটে তিনি সবাইকে সাবধানও করেছিলেন।

দীর্ঘ ৩৫ বছর অঞ্জন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। মাঝখানে আনন্দবাজার পত্রিকার ডিজিটালের দায়িত্ব নেন। গত বছর তিনি আবার জি ২৪ ঘণ্টা চ্যানেলের দায়িত্বে ফিরে আসেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন