আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় ধুলিসাৎ পদ্মফুল চাষের স্বপ্ন

‘পদ্মফুল’ গ্রামবাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল। একসময় বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামের নদ-নদী, জলাশয়ে আপনা-আপনি বেড়ে উঠতো মনোমুগ্ধকর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের বাহক এ পদ্মফুল। কালের বিবর্তনে জলবায়ুর ব্যাপক পরিবর্তনে হারিয়ে গেছে পদ্মফুলের সৌন্দর্যের লীলাভূমি। কিন্তু বর্তমানে কদর বাড়তে থাকায় দেশের কোথাও কোথাও এ পদ্মফুলের চাষ হতে দেখা গেছে। তেমনিভাবে শখের বশে পদ্মফুলের চাষ শুরু করেছেন যশোরের শার্শা উপজেলার বেড়ি নারায়ণপুর গ্রামের সিরাজুল ইসলাম। প্রতিদিন শত শত উৎসুক এলাকাবাসীর পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা লোকজন ভিড় করছে চাষি সিরাজুলের পদ্মপাড়ে।

নিজ খরচে চার বিঘা ফসলি জমিতে পুকুর কেটে তিনি সেখানে দুর্লভ পদ্মফুলের চাষ করছেন। পুকুরভর্তি ফোটা পদ্মফুল এলাকাজুড়ে মনোরম পরিবেশের অবতারণা করেছে। দীর্ঘ আড়াই বছরের চেষ্টায় একটি মাত্র চারা বীজ দিয়ে আজ তিনি চার বিঘা জলাশয়ে ফুটিয়ে তুলেছেন পদ্মফুল। তিলতিল করে জমতে থাকা স্বপ্ন যখন দানায় পরিপূর্ণ; ঠিক সেই সময় দেশে বিদ্যমান করোনাভাইরাসের নিষ্ঠুরতায় সিরাজুল ইসলামের সেই স্বপ্ন এবং আশা-ভরসা সম্পূর্ণ ধুলিসাৎ হতে চলেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন