আর্কাইভ থেকে জাতীয়

দূরপাল্লার বাস-ট্রেন চালুর বিষয়ে যে প্রস্তাব

দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহন আরও কিছুদিন বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (১৭ মে) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ আছে। আমরা মনে করি আরও কিছুদিন এসব পরিবহন বন্ধ রাখা প্রয়োজন। আমাদের পক্ষ থেকে প্রস্তাব করবে দূরপাল্লার যানবাহন যেন বন্ধ থাকে।

মন্ত্রী আরও বলেন, সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছে। ভালোভাবে শপিং করতে পেরেছে, তবে ভিড় ছিলো শপিংমলগুলোতে। এছাড়াও ফেরিঘাটসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভিড় ছিলো। নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ। আমরা বলেছি নাড়ির টানে গিয়ে নাড়ি ছিঁড়ে না ফেলার জন্য। তারপরও মানুষ গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন