ভারতের সম্মতি থাকলে কলকাতায় বঙ্গবন্ধুর মিউজিয়াম: তথ্যমন্ত্রী
ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার চাইলে কলকাতায় বঙ্গবন্ধু মিউজিয়াম বা ভাস্কর্য স্থাপন করা যাবে। বললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, কলকাতায় বাংলাদেশের যে উপ-দূতাবাস আছে, সেখানে বঙ্গবন্ধুর একটি কর্ণার স্থাপন করা হয়েছে, বঙ্গবন্ধুর নামে এখানে রাস্তার নামকরণ করা হয়েছে। এখানে যদি ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবন্ধুর নামে কোন মিউজিয়াম করার উদ্যোগ নেয় আমরা সেটিকে স্বাগত জানাবো। আমাদের কাছে কোনো সহায়তা চাইলে আমরা সেই সহায়তা দিতে প্রস্তুত।
হাছান মাহমুদ আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনীতি জীবনের শুরু কলকাতায়। তার ছাত্র জীবনের বিরাট একটা অংশ কলকাতাই কেটেছিল। এছাড়া মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল- বাংলাদেশের প্রথম সরকার- সেই সরকারও কলকাতা থেকে পরিচালনা হয়েছে। সেই কারণে কলকাতায় মুক্তিযুদ্ধের উপর বা বঙ্গবন্ধুর উপর মিউজিয়াম থাকাটাই বাঞ্ছনীয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্য কলকাতা স্থাপন করা হবে কিনা সেই প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর স্কাল্পচার পৃথিবীর বিভিন্ন দেশে স্থাপিত হয়েছে। কলকাতা যদি স্থাপিত হয়, তবে খুবই ভালো হয়। ভারত সরকার কিংবা পশ্চিমবঙ্গ সরকার যদি অনুমতি দেয় তবে আমরা সহায়তা করতে পারি।
শুভ মাহফুজ