আর্কাইভ থেকে অপরাধ

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীর রায়পুরায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে শফিকুল ইসলাম নামে (২৫) আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দী গ্রামের মনার বাড়ি ও ফাজিলা বাড়ির মধ্যে বিবাদ চলে আসছিল। গত কয়েকদির ধরেই বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে বিরোদের সৃষ্টি হয়। সোমবার বিকেলে কথাকাটাকটির এক পর‌্যায়ে দুই দলের সমর্থকরা টেটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের প্রায় ৪০ জন আহত হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ইয়াছিন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ভোরবেলা টেটার আঘাতে জহির মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়।

রায়পুরা থানার ডিউটি অফিসার এসআই পিংকি দাশ বলেন, দুই দিনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন