বিয়ের প্রলোভনে নারী শ্রমিককে দুই মাস ধর্ষণ করলেন মালিক
সাভারে এক নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম (৪২) নামে এক গার্মেন্টস মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) ওই মালিককে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ওই নারী শ্রমিক লিখিত অভিযোগ করলে ভোরে অভিযুক্তকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত কাইয়ুম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার পার দেবুডাঙ্গা গ্রামের মৃত দৌলত জামান সরকারের ছেলে। তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় অবস্থিত বাংলার মার্ট অ্যাপারেলস এন্ড প্রিন্টিং কারখানার মালিক।
পুলিশ জানায়, সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার বাংলার মার্ট অ্যাপারেলস এন্ড প্রিন্টিং কারখানার নারী শ্রমিককে (১৭) গত দুই মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল ওই কারখানার অংশীদারী মালিক মো. কাইয়ুম। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু মালিক তার কথায় কান না দিয়ে বিভিন্নভাবে গড়িমসি শুরু করে। বাধ্য হয়ে শুক্রবার রাতে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী শ্রমিক। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে কাইয়ুমকে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. তাহমিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী একজন নারী শ্রমিকের লিখিত অভিযোগের ভিত্তিতে গার্মেন্টস মালিক কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধর্ষণের কথা শিকার করায় শনিবার দুপুরে নারী ও শিশু নির্যতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া ধর্ষণের শিকার অন্তঃসত্বা নারী শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এস