আর্কাইভ থেকে আওয়ামী লীগ

রোজিনা যেন ন্যায়বিচার পান সে চেষ্টা অব্যাহত থাকবে: তথ্যমন্ত্রী

সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান সেটি নিশ্চিত করতে প্রচেষ্টা চালানো হবে। তবে, রোজিনা ইসলামেরও ভুল হতে পারে, বাস্তবতার প্রেক্ষিতে দেখতে হবে। কেউই ভুলের ঊর্ধ্বে নয়। এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে। জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মিন্টু রোডে মন্ত্রীর বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এর আগে, আজ সকালে সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে বলে বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে আটকে রাখা হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন