আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে হেরোইনসহ মাদককারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে হেরোইন ও ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আমিনুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে হাতেনাতে মাদকসহ আটক করে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়ায় মাদক কারবারি আমিনুল ইসলাম তার বাড়িতে মাদক কেনাবেচা করছে বলে খবর পায় পুলিশ। খবর পেয়ে সদর থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম, এএসআই শাহীন ও রমজানসহ একদল পুলিশ মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। 

এসময় তার কাছে সংরক্ষিত ৩ গ্রাম হেরোইন ও ২৮পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে। আমিনুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে। সে ওই এলাকার মোহাম্মদ উল্লাহ’র পূত্র। 

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, পেশাদার মাদক কারবারিদের কোন ছাড় নয়। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। এজন্য পুলিশ তৎপর রয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন