৩৫০ হালকা ট্যাঙ্ক কিনছে ভারতীয় সেনাবাহিনী
নতুন করে ৩৫০টি হালকা ট্যাঙ্ক কিনছে ভারতীয় সেনাবাহিনী। ন্যাশনাল ইন্টারেস্ট ডট ওআরজি জানিয়েছে, রিকুয়েস্ট ফর ইনফরমেশন আরএফআইয়ের আওতায় এ তথ্য পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, আরএফআইয়ের নথির উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, কার্যক্ষেত্রে দ্রুত সঞ্চারণশীল প্ল্যাটফর্ম যাতে পর্যাপ্ত ফায়ার পাওয়ার, নিরাপত্তা, সুরক্ষা, নজরদারি চালানো যায় এবং যোগাযোগের সক্ষমতা থাকতে হবে। নথির প্রথম ভাগে এসব বলা হয়েছে।
পরের ভাগে হালকা ট্যাঙ্কের সংজ্ঞা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ক্রিয়াকলাপ চালানোর জন্য হালকা ট্যাঙ্কের অবশ্যই বহুমুখিতা থাকতে হবে। নথিতে আরো বলা হয়, পাহাড়ি এলাকায় এসব ট্যাঙ্কের অপারেশন পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
এই নথিতে ট্যাঙ্কগুলোর প্রত্যাশিত স্পেসিফিকেশনের বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। বলা হয়েছে, এগুলোর ওজন কোনোভাবেই ২৫ টনের বেশি হতে পারবে না। পাশাপাশি হর্সপাওয়ার এবং ওজনের অনুপাত কমপক্ষে ২৫:১ হতে হবে। এখানে উদাহরণ হিসেবে বলা যায়, চীনের টাইপ-১৫ হালকা ট্যাঙ্কের ওজন ৩৩ টনের আশেপাশে। সেগুলোর হর্সপাওয়ার ওজনের অনুপাত হলো ৩০:১।
এসএন