আর্কাইভ থেকে করোনা ভাইরাস

যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

দেশে করোনার টিকার সংকট দেখায় এবার যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ সরকার। জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে টিকা চাওয়ার কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য সরকারের কাছ থেকে বাংলাদেশ সরকার ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে। কিন্তু তাদের টিকা উৎপাদনের সক্ষমতা নেই বলে বাংলাদেশের এই আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। তবে আমরা বিশ্বাস করি, যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে এই পরিমাণ টিকার ব্যবস্থা করতে পারবে। তাদের সেই সামর্থ্য আছে।

তিনি আরও বলেন, আমরা অনেক টিকা চাইছি না। আমরা শুধু অ্যাস্ট্রাজেনেকার ১৬ লাখ ডোজ চাইছি। যে টিকা যুক্তরাজ্যের আছে।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় সংক্রমণ বেড়ে যাওয়ার অক্সফোর্ড উদ্ভাবিত টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ কারণে বাংলাদেশও আপাতত ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাচ্ছে না।

এ সম্পর্কিত আরও পড়ুন