আর্কাইভ থেকে করোনা ভাইরাস

রাজধানীর ৪ হাসপাতালে হবে চীনের টিকার প্রয়োগ

দেশে করোনা প্রতিরোধে চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভির টিকার প্রথম প্রয়োগ হতে যাচ্ছে মঙ্গলবার। 

উদ্বোধনীর দিন টিকা দেয়া হবে ঢাকা মেডিক্যাল কলেজসহ চারটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের।

ঢাকা মেডিক্যাল ছাড়া অপর তিন মেডিক্যাল কলেজ হলো শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মুগদা মেডিক্যাল কলেজ।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজের দুই শিক্ষার্থীর শরীরে এ টিকার প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রমের উদ্ধোধন করা হবে। ওই সময় প্রধান অতিথি হিসেবে স্বশরীরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত থাকার কথা রয়েছে। 

শুরুর দিন সেখানকার ২৫৭ শিক্ষার্থীকে দেয়া হবে এই টিকা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রাজধানীর চারটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে চীনের সিনোফার্মের টিকা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন