আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে করোনার প্রকোপে সর্বোচ্চ মৃত্যু মে মাসে

ভারতে করোনাভাইরাসের প্রকোপে মে মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী প্রাণঘাতি ভাইরাসটিতে মৃত্যুহার এক দশমিক এক সাত শতাংশ।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ভারতে মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে নয়াদিল্লি। ২৩ মে পর্যন্ত রাজধানীতে মারা গেছে ৬৬৮৪ জন। সংক্রমণ শনাক্ত হয়েছে দুই লাখ ৬৩ হাজার। শতাংশের হিসাবে যা দাঁড়ায় দুই দশমিক পাঁচ চার।

গেল মাসের তুলনায় প্রাণহানি বেড়েছে প্রায় দেড় ভাগ। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে স্বাস্থ্য সর্তকবার্তা পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনার টিকাদান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মৃত্যুহারে দিল্লির পরই রয়েছে পাঞ্জাব, উত্তরাখন্ড, ঝাড়খন্ড, গোয়া এবং মহারাষ্ট্র। ভারতে গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে তিন হাজার ৭৮৮ জন। নতুনভাবে করোনা মিলেছে পৌনে তিন লাখ মানুষের শরীরে। দেশটিতে মোট সংক্রমিত দুই কোটি ৬৫ লাখের বেশি। মোট মারা গেছে প্রায় তিন লাখ মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন