আর্কাইভ থেকে জাতীয়

রোজিনার মামলা প্রত্যাহার নিয়ে যা বললেন আইনমন্ত্রী

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে স্বাস্থ্য বিভাগের করা মামলায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেয়ার শর্তে জামিন দিয়েছেন আদালত।

রোববার ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন।

আদালতের আদেশ দেয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের নয়। এটা প্রত্যাহারের দায়িত্ব তাদের যারা মামলা করেছে। 

আজ সকালে গুলশানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, মামলা যখন হয়েছে এটা প্রত্যাহার না করে তদন্ত করাটাই বড় কথা। তদন্ত করে নির্দোষ অথবা দোষী প্রমাণিত হলে তাহলে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে। আপনারা তদন্তের ওপর আস্থা রাখুুন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন