আর্কাইভ থেকে বাংলাদেশ

এখন থেকে বসে খাওয়া যাবে হোটেল-রেস্তোরাঁয়

আগামীকাল সোমবার (২৪ মে)থেকে হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানে বসে খাওয়ার অনুমতি দিয়েছে সরকার। সেক্ষেত্রে অর্ধেক আসন খালি রাখতে হবে। 

আজ রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানগুলো আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে। 

মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ মে মধ্যরাত থেকে আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারাদেশে গত ৫ এপ্রিল থেকে শুরু হয় সাত দিনের লকডাউন। লকডাউন শেষে দুদিন বিরতির পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়।

করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর কয়েক দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয় ২৩ মে পর্যন্ত।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন