আর্কাইভ থেকে বাংলাদেশ

দূরপাল্লার বাস চলবে স্বাস্থ্যবিধি মেনে এবং সমন্বিত ভাড়ায়

আগামীকাল সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে।  জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (২৩ মে) সরকারি বাসবভন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩০ মে পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের দূরপাল্লার গণপরিবহ, লঞ্চ ও ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারাদেশে গত ৫ এপ্রিল থেকে শুরু হয় সাত দিনের লকডাউন। লকডাউন শেষে দুদিন বিরতির পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। তখন থেকেই সরকারী নিষেধাজ্ঞার কারণে বন্ধ রয়েছে ট্রেন, লঞ্চসহ দূরপাল্লার বাস চলাচল।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন