আর্কাইভ থেকে করোনা ভাইরাস

১৫ লাখ মানুষের টিকা পেতে দেরি হতে পারে

দেশে টিকার ঘাটতি থাকায় প্রথম ডোজ নেয়াদের মধ্যে ১৫ লাখ ব্যক্তিদের টিকার দ্বিতীয় ডোজ পেতে দেরি হতে পারে। জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম।

রোববার দুপুরে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ পুরোটাই এ সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এর মধ্যে নতুন করে টিকা না পেলে ১৫ লাখের কাছাকাছি মানুষের দ্বিতীয় ডোজের টিকা পেতে দেরি হবে।

তিনি আরও বলেন, মিক্সড করে (দুই ডোজ দুই প্রতিষ্ঠানের) টিকা কার্যক্রমের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এফডিএসহ তারা যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন উৎস থেকে টিকা আনার চেষ্টা চলছে। টিকার ব্যবস্থা হলে বন্ধ হয়ে যাওয়া টিকার প্রথম ডোজের কার্যক্রমও শিগগিরই শুরু হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন