আর্কাইভ থেকে জাতীয়

রাবির ১৭৫ জনের নিয়োগ বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবৈধভাবে বিতর্কিত ১৭৫ জনের নিয়োগ বাতিলসহ নয়টি সুপারিশ দিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। বাতিলকৃতরা হলেন, সাবেক ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহানের নিয়োগ দেয়া শিক্ষকসহ ১৪১ জন কর্মকর্তা-কর্মচারী ও আগের নিয়োগপ্রাপ্ত ৩৪ জন শিক্ষক।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

গত ৬ মে ভিসি সোবহান তার শেষ কার্যদিবসের আগের রাতে নয়জন শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীর মোট ১৪১ জনকে নিয়োগ দেন। এর আগে, তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা সংশোধন করে নিজের মেয়ে জামাতাসহ আরও ৩৪ জন শিক্ষককে নিয়োগ দেন।

কমিটি সূত্র থেকে জানা গেছে, গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় বিতর্কিত আরও ৩৪ জনের নিয়োগ বাতিলের জন্য চিঠি দিয়েছিল ড. সোবহানকে, কিন্তু তিনি তা আমলে নেননি।

গত ৬ মে রাবি ক্যাম্পাসে ১৪১ জনের নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের একাধিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শিক্ষা মন্ত্রণালয় এদিন বিকেলে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৪১ জনের নিয়োগকে অবৈধ ঘোষণার করে ইউজিসির সিনিয়র সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন