আর্কাইভ থেকে ফুটবল

পিএসজির আধিপত্য থামিয়ে চ্যাম্পিয়ন লিল

ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির আধিপত্য ভেঙে নতুন করে চ্যাম্পিয়ন হয়েছে লিল। এতে করে তিন বছর পর শিরোপা হাতছাড়া হলো পিএসজির। রোববার রাতে লিগের সর্বশেষ ম্যাচে এঞ্জার্সকে ২-১ গোলে হারিয়ে লিগ শিরোপার উৎসব করে দলটি।

এদিনের ম্যাচে মাঠে নামার আগে লিলের সামনে ছিল সহজ সমীকরণ। জিতলেই পিএসজিকে টপকে চলতি মৌসুমের লিগ শিরোপা জয়ের হাতছানি ছিল তাদের সামনে। সেই লক্ষ্যটা বেশ ভালো ভাবেই পূরণ করে ক্লাবটি।

ম্যাচের ১০ম মিনিটে এঞ্জার্সের বিপক্ষে জনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিল। বিরতির আগেই ইলমাজ পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান।

বিরতির পরও এই লিড ধরে রেখেই এগিয়ে যাচ্ছিল লিল। তবে ম্যাচের ৯২ মিনিটে একটি গোল হজম করে তারা। যদিও সেটা ম্যাচের ফলাফলে পার্থক্য তৈরি করতে পারেনি।
 
৩৮ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শিরোপা জিতলো লিল। অপরদিকে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে থেকেই সন্তষ্ট থাকতে হলো পিএসজিকে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন