আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ের মহাসড়কের উপর আবর্জনা রাখায় ভ্রাম্যমান আদালতে জরিমান

পঞ্চগড়ের তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের উপর অবৈধ ভাবে রাখা বালু,পাথর এবং কৃষিজাত পণ্য অপসারণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার (২৪ মে) তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা নিজেই সড়ক থেকে আবর্জনা অপসারণ করেন এবং এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই আমজাদ হোসেন  ও ভজনপুর হাইওয়ে থানার সার্জেন্ট গোলাম রব্বানীসহ পুলিশের দল উপস্থিত ছিলেন। 

অভিযান পরিচালনাকালে উপজেলার বুড়িমুটকি এলাকায় রাস্তার উপর অবৈধভাবে পাথর স্তুপ করে রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত হাইওয়ে আইনে, ৫ জন ব্যবসায়ীকে ২২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন