আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রয়োজনে সীমান্ত এলাকা আইসোলেটেড রাখা হবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রয়োজনে সীমান্তবর্তী জেলাগুলোকে  আইসোলেট করা দেয়া হবে। চাঁপাইনবাবগঞ্জের করোনা প্রাদুর্ভাব সম্পর্কে তিনি এ কথা বলেন। করোনা সংক্রমণ বাড়তে থাকায়, সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের লকডাউন চলছে। বন্ধ আছে দোকানপাট এবং  সড়ক যোগাযোগ। তবে জরুরী সেবা, রোগী ও আম পরিবহনকারী গাড়ি চলাচল করছে। জেলায় গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় গড়ে দুজনের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়। জেলার শিবগঞ্জ উপজেলার তিনদিকে একশ কিলোমিটারেরও বেশী ভারতীয় সীমান্ত এলাকা। এসব সীমান্ত পথে স্থানীয়রা অবাধে ভারতে যাতায়াত করে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, বেশির ভাগই ভারতীয় ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন