আর্কাইভ থেকে এশিয়া

চীনে বিপদসীমার ওপরে ৭১ নদীর পানি, বড় বন্যার আশঙ্কা

চীনে ৭১টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে করে দেশটিতে বড় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আজ বুধবার এ তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

গেল মাসের শেষ দিকে চীনা জাতীয় আবহাওয়া কেন্দ্রের উপ-পরিচালক জিয়া জিয়াওলং বলেছিলেন, বৈশ্বিক উষ্ণায়ণ চীনকে চরম গরমের পাশাপাশি বন্যার মতো চরম আবহাওয়ার দিকে ঠেলে দিচ্ছে।

চীনা পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্বৃতিতে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু অংশে বৃষ্টিপাত রেকর্ড উচ্চতায় উঠেছে। যদিও গেল বছরের তুলনায় চলতি বছর সামগ্রিক বৃষ্টিপাত প্রায় ১০ শতাংশ কম। ইয়াংটজি এবং এর উপ-নদীগুলোতে পানির স্তর আগামী সপ্তাহে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জুন থেকে আগস্ট পর্যন্ত পুরো চীনে বড় বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

রয়টার্স আরো জানায়, কিছু পর্যবেক্ষণ স্টেশন সতর্কতা জারি করছে। ১৯৬১ সালের পর গেল গ্রীষ্মে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চীনে। ফলে প্রধান নদী এবং হ্রদগুলোতে বন্যার সতর্কতা জারি হয়েছে। দৈত্যাকার থ্রি গর্জেস বাঁধে পানির স্তর সর্বোচ্চের কাছাকাছি পৌঁছে গেছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন