আর্কাইভ থেকে জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো অসম্ভব : রাঙ্গা

স্বাস্থ্যবিধি মেনে আমরা মালিকরা গণপরিবহন চালানোর চেষ্টা করছি। কিন্তু বিধিনিষেধ মেনে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। বিভিন্ন কারণে এটা অসম্ভব। বললেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

আজ বুধবার (২৬ মে) রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়ায় জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মসিউর রহমান বলেন, গাড়িতে একজন ড্রাইভার, একজন হেলপার ও টিকিট কালেক্টর থাকেন। তারা তো একাই এতো যাত্রীদের সামাল দিতে পারেন না। সকালে বেশিরভাগ মানুষ অফিসে যান। এ সময় সবাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে চায়। সকালে ও বিকেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন অসম্ভব দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমরা সরকারকে বলেছি স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিআরটিএ, পুলিশ, বিজিবি, আনসারের লোকজন দিয়ে মনিটরিং করতে। আমরা তো যাত্রীদের গাড়ি থেকে জোর করে নামিয়ে দিতে পারি না, যাত্রীরা আমাদের লক্ষ্মী।

মসিউর রহমান বলেন, করোনার কারণে মালিক-শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত। এ কারণে আমরাও ২৫ হাজার কোটি প্রণোদনা চেয়েছি।

এ সম্পর্কিত আরও পড়ুন