বুদ্ধপূর্ণিমা আজ
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা আজ। বৌদ্ধদের প্রধান ধর্মগুরু তথাগত গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা জন্ম, বোধিজ্ঞান ও মহা পরিনির্বাণ লাভ হয়েছিল এদিন। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাণীতে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা। করোনার কারণে এবার বৌদ্ধ বিহার ও প্যাগোডায় বুদ্ধপূর্ণিমার কোনো ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি থাকছে না। তবে বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
শুধুমাত্র বৌদ্ধ বিহারে অবস্থানরত ভিক্ষুরা বিহারের ভেতরে পূজা, বন্দনাসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা করবে। দিবসটি উপলক্ষ্যে সকালে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।