আর্কাইভ থেকে করোনা ভাইরাস

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৩ জন করোনা পজিটিভ

ভারত থেকে দেশে আসা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা আরও ১৩ বাংলাদেশি করোনা পজিটিভ হয়েছেন।

বুধবার রাতে তাদের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে আখাউড়া দিয়ে দেশে আসা মোট ২৩ জন নাগরিক করোনা পজিটিভ হনে। অবশ্য তাদের মধ্যে দুই জনের করোনা নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত মিলিয়ে মোট ১ হাজার ৭৪ জন নাগরিক দেশে এসেছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩১৬ জন বাংলাদেশি। এ পর্যন্ত ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ২৫৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ভারত থেকে আসা মোট ২৩ জন করোনা পজিটিভ হয়েছেন। আখাউড়া স্থলবন্দরেই দেশে আসা নাগরিকদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। যারা বাদ পড়েছিলেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ভারত থেকে আসা করোনা পজিটিভ হওয়া নাগরিকদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত জিনোম সিকোয়েন্সিংয়ের কোনো ফল আমরা পাইনি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন