নোয়াখালীতে জোয়ারের পানিতে ভেসে গেল শিশু
নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে গেছে সাত বছরের এক কন্যা শিশু। শিশুটির নাম লিমা আক্তার (৭)। সে চর আমান উল্যাহ গ্রামের জুবলুলের মেয়ে।
আজ সকালে হাতিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার থেকে নিখোঁজ হওয়া শিশুটির এখনও কোন সন্ধান মেলেনি।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সৃষ্ট জোয়ারের পানিতে দুপুরে বাবুলের ঘরে পানি ডুকে যায়। পরিবারের লোকজনের সঙ্গে নিজ ঘরেই ছিল লিমা। কিন্তু সন্ধ্যার কোন এক সময় সে পানিতে পড়ে জোয়ারে ভেসে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পরিবার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
মুনিয়া