আর্কাইভ থেকে জাতীয়

আজ থেকে চালু হচ্ছে `ম্যাঙ্গো ট্রেন'

আজ চালু হচ্ছে `ম্যাঙ্গো স্পেশাল ট্রেন'।

বৃহস্পতিবার থেকে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত আবার ঢাকা থেকে রাজশাহী হয়ে রহনপুর পর্যন্ত দুই ট্রিপে একটি ম্যাঙ্গো ট্রেন চালানো হবে।

রেল ভবন সূত্রে জানা গেছে, ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকা এলেও ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ থামবে না। প্রতিদিন দুপুর ২টায় রহনপুর থেকে ছেড়ে রাত ১টায় আমবাহী ট্রেনটি ঢাকা পৌঁছবে। আবার রাত ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রহনপুরে পৌঁছবে সকাল ১১টায়।

রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ ও আমনুরা থেকে ঢাকা পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার পথের জন্য প্রতি কেজি আম পরিবহনের ভাড়া দিতে হবে এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ৩৪৩ কিলোমিটার পথের জন্য প্রতি কেজি আমে ভাড়া নির্ধারণ করা হয়েছে এক টাকা ১৭ পয়সা। যদিও এই ট্রেনের প্রতিটি বগির ধারণক্ষমতা ৪৩ টন। তবে আম যাতে ভালো থাকে সেদিকে বিবেচনা করে ১৫০ টনের মতো আম পরিবহন করা হবে এই ট্রেনে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন