দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২২ জন, আক্রান্ত ১২৯২
দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো আরও ২২ জনের। এ নিয়ে করোনায় দেশে ১২ হাজার ৪৮০ জনের প্রাণহানি হলো।
২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রাক্ত হয়েছে ১ হাজার ২৯২ জন। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯১৫টি।
আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও আটজন নারী। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন।