রক্ষা পেলো ইস্টার্ন রিফাইনারি
চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি প্ল্যান্টে তেলের পাইপলাইনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া।
তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারির পাইপলাইনের ফুয়েলিং থেকে আগুন লেগেছে বলে জানা গেছে। আমাদের চারটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন আগুনের প্রকোপ কিছুটা কমে এসেছে।