সমুদ্রসৈকতে পুরুষ সঙ্গীদের নিয়ে নাচলেন নোরা ফাতেহি
সমুদ্রসৈকতে দুই পুরুষ সঙ্গীকে নিয়ে নেচে উত্তাপ ছাড়ালেন অভিনেত্রী নোরা ফাতেহি। পরে এ নাচে ভিডিও সামাজিক মাধ্যমেও শেয়ার করেন। তার পরনে ছিলো গোলাপি বিকিনি আর কোমরের একটু নীচে পর্যন্ত ছোট একটি জিনস্। নোরা মানেই যে শরীরী ভাষা প্রয়োগ করে নাচ, তা এই নতুন ভিডিওর মাধ্যমে আরও এক বার প্রমাণ করলেন।
নতুন এই ভিডিওটি নোরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ভিডিওটি থাইল্যান্ডের একটি সমুদ্রসৈকতে শ্যুট করা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে সমুদ্রসৈকতেই উদ্দাম নাচে মেতেছেন অভিনেত্রী। সমুদ্রের দিক থেকে আসা হাওয়াতে চুল উড়ে যাতে নাচে ব্যাঘাত না ঘটে, সেই কারণে চুলও বেঁধে নিয়েছেন তিনি।
সমুদ্র সৈকতের পাশাপাশি রিসর্টের সুইমিং পুলের কাছেও একটি গানে নাচতে দেখা গিয়েছে নোরাকে। সেই নাচের ভিডিওতেও লাস্যময়ী রূপে দেখা গিয়েছে তাকে।