উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কু পিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বালুখালী ১৩ নাম্বার ক্যাম্পের ১৮ নাম্বার ব্লকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হেড মাঝি মো. আনোয়ার ও ব্লক মাঝি মৌলভী মো. ইউনুস। উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফারুক আহমেদ বলেন, ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার ও ব্লক মাঝি মৌলভী মো. ইউনুসের ওপর হামলা চালায়। এ সময় মাঝিরা স্বেচ্ছাসেবকদের সঙ্গে ক্যাম্পের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে এসব ঘটনা ঘটছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা মাদক পাচার, অস্ত্র পাচারে বাধাপ্রাপ্ত হওয়ায় রোহিঙ্গা মাঝিদের টার্গেট করে তাদের হত্যা করছে। তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।