আর্কাইভ থেকে দেশজুড়ে

নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গভীর রাতে মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় এক যজুবকের।

মৃত জামাল উদ্দিন (৩৪) উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা বাজার মন্ডলটারী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শনিবার (১৬ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান।

তিনি জানান, জামাল উদ্দিন শনিবার রাতে কোচ নিয়ে টেপারকুড়া বিলে মাছ শিকারে যায়। রাত ২ টার দিকে গাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে গেলে বৈদ্যুতিক সংযোগের ঝোলানো তাড়ে জড়িয়ে যায়। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

ওসি নবীউল হাসান বলেন, নাগেশ্বরী-ফুলবাড়ী সড়ক বর্ধিত ও পাকা করণের কাজ চলমান। গাগলা বাজারের পাশেই মালামাল নিয়ে অস্থায়ীভাবে থাকেন সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড (ওটিবিএল) এর লোকজন। তারা আব্দুল্লাহ নাপিতের সেলুন থেকে লোহার রডকে খুটি হিসেবে ব্যবহার করে ঝোলানো তারে সংযোগ নিয়ে সেখানে আলো জ্বালান। ধারনা করা হচ্ছে কোনভাবে লোহার রডটিতে বিদ্যুত প্রবাহিত হয়। আনমনা জামালের গায়ের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন