বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
রাজশাহীর তানোর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৬ অক্টোবর) মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিকেল তিনটার দিকে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের বাঁধাইড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা বাঁধাইড় গ্রামের হযরত আলীর শিশু মাহাফুজ (৩) ও স্ত্রী মরিয়ম বেগম (৩০)।
মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইছি) মনিরুল ইসলাম জানান, বাড়ির পাশে একটি পুকুরে সাবমারসিবল মোটরের মাধ্যমে পানি দেয়ার সময় বিদ্যুতের ঝুলে থাকা ছেড়া তারে প্রথমে মা আটকা পড়ে। পরে সাথে থাকা ছেলে মাকে উদ্ধার করতে গেলে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মা ছেলেকে মৃত ঘোষণা করেন।