আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টিনা নয়, কোপা আমেরিকা হবে ব্রাজিলে

কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দুই দেশে যৌথভাবে কোপার আসর বসার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়া আগেই নিজেদের সরিয়ে নেয়। তারপর এককভাবে আয়োজনের সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু মহামারী করোনার সংক্রমণের কারণে আসর শুরু মাত্র দুই সপ্তাহ আগে তারাও আয়োজন থেকে সরে এলো। 

তাই নতুন আয়োজক হিসেবে দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন (কনমেবল) ব্রাজিলকে আয়োজক হিসেবে ঘোষণা করেছে। 

যদিও গুঞ্জন ছিলো আর্জেন্টিনা এবং কলম্বিয়া আয়োজক না হলে চিলি কিংবা প্যারাগুয়ে অথবা আমেরিকাও হতে পারে এবারের কোপা আমেরিকার আয়োজক। কিন্তু মাত্র দুই সপ্তাহ হাতে রেখে দায়িত্ব নিয়ে আয়োজনের সাহস দেখালো ব্রাজিল। 

পুরো দক্ষিণ আমেরিকা করোনায় জর্জরিত হওয়ার পরেও এমন সিদ্ধান্ত বেশ আশাদায়ক। ২০১৯ সালেও কোপা আমেরিকার আয়োজক ছিলো ব্রাজিল। আজই প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করবে কনমেবল।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন