আইরিশরদের হাতে স্কটল্যান্ড বধ
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ওঠার মিশনে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারালো আয়ারল্যান্ড।
বুধবার (১৯ অক্টোবর) হোবার্টের ব্লান্ডস্টোন অ্যারিনা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৩৭ রানে দুই ওপেনারকে হারায় আইরিশরা। এরপর লোরকার টোকার ১৭ বলে ২০ ও হ্যারি টেক্টর ১৬ বলে ১৪ রান করে ফিরলে হারের পথেই ছিল।
সেখান থেকে কার্টিস ক্যামফার ও জর্জ ডকরেলের দারুণ ব্যাটিংয়ে ৬ বল বাকি থাকতেই জয় বগলদাবা করে আয়ারল্যান্ড। আইরিশদের জয়ের নায়ক ক্যামফার ৩২ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আর জর্জ ডকরেল করেন ২৭ বলে ৩৯ রান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো জর্জ মুন্সি (১) দ্রুত বিদায় নেন। এরপর আরেক ওপেনার মাইকেল জোনসের দায়িত্বশীল ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে স্কটিশরা।
জোন্স ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান তুলে স্কটল্যান্ড। তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার। তার সাথে ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুর্তিস ক্যাম্ফার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন দুইটি উইকেট।