আর্কাইভ থেকে বলিউড

বলিউডকে আবারও বাজিমাত করলেন আয়ুষ্মান খুরানা

বলিউডে খুব চমৎকার অভিনয় করে যাচ্ছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি আবারও তা প্রমাণ করেছেন তার নতুন অভিনীত ‘ডক্টর জি’ ছবিতে। ইতোমধ্যে অনেক ভক্ত জুটিয়ে ফেলেছেন তিনি। আর এই অভিনেতার সিনেমা মানেই ব্যতিক্রমী কিছু।

ছবিটি রোববার (১৬ অক্টোবর) পর্যন্ত শুধু ভারতেই আয় করেছে ১৪.৫৯ কোটি রুপি। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে ছিলেন রকুলপ্রীত সিং।

‘ডক্টর জি’তে আয়ুষ্মান একজন মেডিকেল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ আর শিবা চাড্ডা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানান ভবিষ্যতেও এই ধরনের ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে তার।

তিনি বলেন, আমি মনে করি সিনেমা মানুষের জীবনকে বদলাতে পারে। আর তা অবশ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত। এতে তা আরও বেশি লোকের কাছে পৌঁছাবে। একটা সময় তো ওটিটি-তে আসবেই।

এরপর আয়ুষ্মানকে দেখা যাবে 'ড্রিম গার্ল টু' ছবিতে। তার বিপরীতে রয়েছেন অনন্যা পাণ্ডে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন