দুর্নাম সৃষ্টিকারীরা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে না: সেতুমন্ত্রী
১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস, আর এ বিজয় আওয়ামী লীগের, বিএনপির নয়। লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কোনো বিদেশি শক্তি কোনোদিন কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। শুধুমাত্র দেশের জনগণ তা পারবে। বললেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বর মাসে বিএনপি ১০ লাখ মানুষের সমাবেশের ভয় দেখাচ্ছে। কিন্তু ডিসেম্বর বিজয়ের মাস, বিএনপির নয়।
আওয়ামী লীগের এ নেতা বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা দলের দুর্নাম সৃষ্টি করেছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে না।
সেতুমন্ত্রী বলেন, যারা সিট, ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও অপকর্ম করছে তাদের স্থান আওয়ামী লীগে নেই। এমন ব্যক্তিদের তালিকা করা হচ্ছে।