উড়ন্ত প্লেনে জীবন্ত সাপ
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি প্লেনের ভেতর জীবন্ত সাপ পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সাপটিকে প্লেনের মেঝেতে দেখে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা সিটের ওপর পা উঠিয়ে বসেন ও কেবিন ক্রুদের বার বার অনুরোধের পর শান্ত হন।
এরই মাঝে প্লেনটি নিউ জার্সির বিমানবন্দরে অবতরণ করে ফেলে। বিমানবন্দরের পুলিশ ও নিউজার্সি অঙ্গরাজ্যের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীদের সহায়তায় সাপটিকে বন্দি করে জঙ্গলে ছেড়েও দেয়া হয়। ফ্লোরিডায় এই সাপটি বেশ ভালো পরিমাণেই রয়েছে।
জানা যায় সাপটি গাটার স্নেক প্রজাতির। এই প্রজাতির সাপ সাধারণত ১৮৮ ইঞ্চি থেকে ২৬ ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হয়। তবে এটি একটি নির্বিষ প্রজাতির সাপ।
এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় আকাশে থাকা অবস্থায় একটি উড়োজাহাজে সাপ পাওয়া গিয়েছিল, সেটিও নির্বিষ ছিল।
তারও আগে ২০১৬ সালে মেক্সিকোর সরকারি প্লেন পরিষেবা সংস্থা অ্যারোমেক্সিকোর একটি উড়োজাহাজ আকাশে থাকা অবস্থায় একটি বড় সাপ পাওয়া গিয়েছিল ভেতরে। সেটি ছিল বিষধর গ্রিন ভাইপার প্রজাতির।
তবে কোনো ঘটনাতেই প্লেনের কোনো যাত্রী বা ক্রু হতাহতের ঘটনা ঘটেনি।