৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস
দায়িত্ব নেয়ার ৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) তিনি পদত্যাগ করেন। ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন লিজ ট্রাস।
লিজ ট্রাস বলেন, তিনি নির্বাচিত হয়ে ম্যান্ডেট দিতে পারেননি এবং রাজাকে জানিয়েছিলেন যে তিনি টোরি নেতা হিসাবে পদত্যাগ করছেন।
লিজ ট্রাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে কম মেয়াদে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় স্বল্পতম প্রধানমন্ত্রী ছিলেন জর্জ ক্যানিং।যিনি ১৮২৭ সালে মারা যাওয়ার আগে ১১৯ দিন দায়িত্ব পালন করেছিলেন। স্বরাষ্ট্র সচিব পদত্যাগ করার পরে এবং ফ্র্যাকিং নিয়ে বিশৃঙ্খল ভোটের পরে ট্রাসের প্রধানমন্ত্রীত্ব নতুন করে চাপের মুখে পড়ে।
এর আগে কনজারভেটিভ পার্টির নীতি নির্ধারণী ১৯৯২ কমিটির প্রধান স্যার গ্রাহাম ব্র্যাডির সঙ্গে নিজের সরকারি দপ্তরে বৈঠকে বসেছিলেন ট্রাস। কিন্তু তাকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়তেই হচ্ছে। স্যার গ্রাহাম ব্র্যাডির নেতৃত্বে ১৯২২ কমিটির সদস্যরা ট্রাসের সঙ্গে কথা বলেন। পরে তাকে পদত্যাগ করার আহ্বান জানান।