আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজস্থানের ডাস্টবিনে পাওয়া গেলো করোনা টিকা

ভারতে যখন করোনার সংক্রমণ চরমে। টিকার চাহিদা তুঙ্গে, তখন কিনা রাজস্থানের বুন্দিতে টিকা কেন্দ্রের বাইরে একটি ডাস্টবিনে করোনার অন্তত পাঁচশ টিকা পাওয়া গেছে। এসব টিকার বেশিরভাগই অর্ধেক ব্যবহার করা। কোনটিই পুরোপুরি ব্যবহার করা হয়নি।

সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্য সরকারকে তদন্তের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এক চিঠিতে রাজ্য সরকারকে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন।

এদিকে বুন্দির স্বাস্থ্যকর্মী শিমলা গোস্বামী জানান, ভ্যাকসিনের একটি ভায়াল থেকে ১০-১২ জনকে টিকা দেয়া যায়। আর সব টিকাই পুরোপুরি ব্যবহারের চেষ্টা করে থাকেন তারা। একটি ভায়াল খোলার পর ৪ ঘণ্টা রাখা যায়। ৪ ঘণ্টা পেরিয়ে গেলে ভ্যাকসিনের টিকা বাকি থাকলেও সেখান থেকে আর ভ্যাকসিন দেয়া যায় না।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ১৬ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত ১১ লাখ ৫০ হাজার ডোজ টিকা নষ্ট করেছে রাজস্থান। সরকারি হিসেব অনুযায়ী, এ পর্যন্ত ২৫ শতাংশ টিকার ডোজ নষ্ট করেছে রাজস্থান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন